দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর চৌমাশিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সামসুদ্দিন ডিউ (৫৪) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জেলার মান্দা উপজেলা সদরের প্রসাদপুর বাজারের মৃত ডা. ছয়ফুদ্দিনের ছেলে। শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সামসুুদ্দিন ডিউ নওহাটা মোড় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে খোর্দ্দনারায়নপুর কল্পনা চাউল কলের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সামসুদ্দিন ডিউ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ধান বোঝাই ট্রাক্করের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।