দৈনিক তালাশ.কমঃবন্দর প্রতিনিধি: বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অবরোধের নামে জ্বালাও পোড়াও এর প্রতিবাদে বন্দর খেয়াঘাটে শান্তি সমাবেশে যুবলীগ নেতা সোহগ হোসেনের নেতৃত্বে বিষাশ মিছিল নিয়ে যোগদান। বুধবার ১৫ নভেম্বর বিকেলে বন্দর নুরবাগ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে বন্দর ১ নং খেয়াঘাটস্থ মহানগর ২২ ও ২৩নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত শান্তি সমাবেশে স্থলে সমবেত হন।
এ সময় মিছিলে অংশ নেন মো: নাছির মিয়া, লিমন, রাজু, রানা, জুয়েল, হাবিব, আমিনুল, সুজন, রাসেল, রাকিব, রবিন, রাফি, সাকিব, আকাশ, সাগর, সিতার, আহাদ, নাইম, ইমন, নাহিদ, রায়হান, ইয়াছিন, রাকিব প্রমূখ।