দৈনিক তালাশ.কমঃকামরুজ্জামান লিটন,জামালপুর জেলা প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গত সোমবার (১৩ নভেম্বর) রাতে কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও একই গ্রামের মৃত উসর মন্ডলের ছেলে আমছার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ৮টার দিকে আমছার আলী ও তার পরিবারের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের পরিবারের উপর হামলা চালায়। এতে হামলাকারীদের লাঠিসোটা ও অস্ত্রের আঘাতে আলেয়া খাতুন (৩৫), সোমা খাতুন (২৫), আঞ্জুয়ারা বেগম (৪৭), লিজা (১৫) ও আনিছা বেগম (৩০) আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাক (৫০), আলেয়া খাতুন (৩৫), সোমা খাতুন (২৫), আঞ্জুয়ারা বেগমকে (৪৭) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতের বেলায় আমছার আলী ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।