সোনারগাঁও উপজেলা উন্নয়ন প্রকল্প সমূহের ভিত্তি প্রস্তর উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ প্রতিনিধি মো: জীবন আহম্মেদ-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার উন্নয়ন প্রকল্প সমূহের “উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন” অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ নভেম্বর ২০২৩ ইং শনিবার বিকেলে উপজেলা মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা এড: সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় ৩১০ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির বিভাগীয় প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাবুল ওমর বাবু ভাইস চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা পরিষদ, মাহমুদা আক্তার ফেন্সী মহিলা ভাইস চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সোনারগাঁ ।
মাহাবুব আলম সুমন অফিসার ইনচার্জ, সোনার গাঁ থানা। আবু নাইম ইকবাল সদস্য, জেলা পরিষদ।
আলহাজ্ব মোঃ আঃ আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যান, সাদিপুর ইউনিয়ন পরিষদ।
মোঃ আঃ রউফ চেয়ারম্যান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ, আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ,
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ।
মোঃ মোশাররফ হোসেন চেয়ারম্যান, কাঁচপুর ইউনিয়ন পরিষদ। জাহিদ হাসান জিন্নাহ্ চেয়ারম্যান, সনমান্দী ইউনিয়ন পরিষদ।
সামসুল আলম চেয়ারম্যান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ,
মোঃ মাহবুবুর রহমান লায়ন বাবুল চেয়ারম্যান, বারদী ইউনিয়ন পরিষদ,
আল আমিন সরকার চেয়ারম্যান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ, মোঃ হুমায়ন কবির ভূইয়া চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন পরিষদ,
আরজুরুল হক উপজেলা প্রকোশলী সোনারগাঁ। দৌলতর রহমান শিক্ষা অফিসার, সোনারগাঁ । মোঃ সাইফুল ইসলাম প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সোনারগাঁ।
আব্দুল জব্বার উপজেলা প্রকল্প অফিসার, সোনারগাঁ।
মোঃ মিজানুর রহমান উপসহকারী প্রকোশলী
আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলার সকল সরকারী কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান,এবং সোনারগাঁ উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও হাজারো জনসাধারণ এবং সংবাদকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *