সাবেক নওগাঁ ৩ আসনের এমপি আকরাম হোসেন চৌধুরী আর নেই

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ দেশ বরণ্য রাজনৈতিক ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।তাঁর মৃত্যুতে মহাদেবপুর বদলগাছির রাজনৈতিক একটি উজ্জ্বল নক্ষত্র পতন হলো। শুধু মহাদেবপুর বদলগাছী নয় সমগ্র বাংলাদেশের সকল মানুষ

তাঁর অন্তর ধানে ব্যতীত হবে।
ড. আকরাম হোসেন চৌধুরী শুধু রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি ছেলেন সত্য, আদর্শের প্রতীক।তিনি অকৃতোভয় রাজনৈতিক ব্যাক্তি ছিলেন।শক্তি ধরের রক্তচক্ষুকে তিনি কখনো ভয় পাননি।একজন রাজনৈতিক নেতা হিসেবে কত সহজে মানুষের হৃদয়ে পৌঁছা যাওয়া যায় সেই দৃষ্টান্তড আকরাম হোসেন চৌধুরী আমাদের মাঝে স্থাপন করেছেন।তিনি অত্যন্ত সহজে সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন বলে তাঁকে মহাদেবপুর বদরগাছি সহ বাংলাদেশের মানুষ অত্যন্ত আপনজন মনে করে এসেছে।তাঁর প্রতিটি কাজেই তিনি দক্ষতা ওসাহসের পরিচয় দিয়েছেন।মহাদেবপুর বদলগাছির রাজনৈতিক সমাজের অভিভাবক হিসেবে শেষ জীবনেও সত্য কথা বলে তিনি অপরিসীম সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন।তিনি ছিলেন এলাকার মানুষের কাছে প্রচন্ড বিশ্বস্ততার প্রতিক।
এলাকার মানুষ তার কথায় ও কাজে নির্দ্বিধায় নির্ভর করতে পারতো।তাকে এই দুর্দিনে হারিয়ে আমরা সবাই অসহায়ত্ব বোধ করছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি তার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *