শার্শা থানা যশোরের অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-১

দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃরবিবার (১২ নভেম্বর ২০২৩ খ্রিঃ) গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) রমজান আলী, এএসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ইং- ইং-১২/১১/২০২৩ তারিখ ২১.০০ ঘটিকায় শার্শা থানাধীন পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বেনাপোল পোর্ট এলাকা হইতে শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে। প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ইং-১২/১১/২০২৩ তারিখ ২১.১০ ঘটিকায় শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ শার্শা টু বোয়ালিয়া বাজারগামী রোড সংলগ্ন নির্মানাধীন ঈদগাহ এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে তিনজন ব্যক্তি যাহার মধ্যে একজনের মাথায় বস্তা সহ পায়ে হেটে আসতে দেখিয়া থামার সংকেত দিয়ে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখিতে পাইয়া উক্ত ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ বাবলুর রহমান বাবু (৩৬), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর তার নিজ মাথায় বহন করা অবস্থায় একটি বস্তা সহ ধৃত করেন এবং অপর দুইজন আসামী কৌশলে দৌড়ে পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ বাবলুর রহমান ৥ বাবু (৩৬) এর মাথায় থাকা লাল-হলুদ রংয়ের ০৪টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৯ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ১৮ (আঠারো) কেজি মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতি কেজি গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা করে সর্বমোট মূল্য অনুমান ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-১২/১১/২০২৩ তারিখ ২১.৩০ ঘটিকায় ঘটনাস্থলে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আসামীর নাম ঠিকানাঃ
ধৃত আসামীঃ মোঃ বাবলুর রহমান ৥ বাবু (৩৬), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
পলাতক আসামীঃ মোঃ রাসেল (৩৮), পিতা-মৃত কেসমত আলী, মাতা-জোহরা, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর ও অজ্ঞাতনামা ০১ একজন।

উদ্ধারঃ ১৮ (আঠারো) কেজি মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা
রুজুকৃত মামলাঃ শার্শা থানার মামল নং-১৪, তারিখঃ ১২/১১/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *