আলীরটেক ইউনিয়নের আ.লীগের সভাপতি আলী নূর ও সাধারণ সম্পাদক খোকনকে গণবংবর্ধনা

দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভারমুক্ত হওয়া আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকনকে গণসংবর্ধণা দিয়েছে আলীরটেক ইউনিয়নবাসী। সোমবার (১৩ নভেম্বর) বিকালে আলীরটেক পুরান গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধণা ও বিএনপির অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো: শহীদ বাদল বলেন, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে বলতে চাই, আপানারা যারা আওয়ামী লীগ করেন সবাইকে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে।
তিনি বলেন, আল্লাহ্’র কছম খেয়ে বলছি ভালো হলে ভালো বলতে হবে, আবার খারাপ হলে খারাপ বলতে হবে। আপনারা সবাই দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে কি ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি দেশকে আরও ৫শ হাজার বছর এগিয়ে নিয়েছেন। আগে আমরা সিঙ্গাপুরে গিয়ে মেট্রোরেলে চরতাম। কিন্তু আজ শেখ হাসিনার অবদানে আমাদের দেশেই মেট্রোরেল চলে। এই মানুষটার জন্য কি আমাদের দোয়া করা উচিৎ না ভাই? অবশ্যই উচিৎ। আপনারাই বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, সেভাবে কি আর কারো পক্ষে দেশ চালানো সম্ভব? না। তাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আর মাত্র ৫ বছরের জন্য হলেও প্রধানমন্ত্রী বানানো দরকার।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, বিএনপি হলো আগুন সন্ত্রাসের দল। নির্বাচনের এই সময়ে রাজনীতি দলের নেতাকর্মীরা যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করছে, ঠিক এ সময়েই বিএনপিকে দেখছি বাসে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে। এটা কেমন কথা? আপনারা রাজনৈতিক দল হলে নির্বাচনে আসেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক।
তিনি উপস্থিত সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখে বলেন, আচ্ছা ভাই, আপনারা কি কখনো দেখেছেন বিএনপির কোন নেতাকর্মী একজন আগুনে পোড়া মানুষকে হাসপাতালে দেখতে গেছেন? না যান নি। কিন্তু আমি হরফ করে বলতে পারি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওই সব আগুনে দ্বগ্ধ হওয়া মানুষদের দেখার জন্য হাসপাতালে ছুটে গিয়েছেন। ওই ফিলিস্তিনে ইসরাইলরা যেভাবে মানুষকে হত্যা করছে। ফিলিস্তিনে বাঁচার জন্য শিশুরা যখন হাসপাতালে আশ্রয় নিচ্ছে, সেখানেও ইসরাইলরা বোমা মেরে শিশুদের হত্যা করছে। ওই ইসরাইলদের সাথে বিএনপির কোন তফাৎ নাই। তারাও মানুষ হত্যা করছে, ইসরাইলরাও মানুষকে হত্যা করছে। এখন বিবেচনা আপনার। কাকে ভোট দিবেন, যে দেশের উন্নয়ন করছে তাকে নাকি যারা মানুষকে পুড়িয়ে হত্যা করছে সেই সন্ত্রাসী দলকে?
এর আগে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকনের গলায় ফুলেল মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ আল মামুন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার, মোঃ সালাউদ্দিন রানা, সদর থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও গোগনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার শেখ মো: রফিক, আওয়ামী লীগ নেতা মোঃ শরীফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন, শহীদুল্লাহ্ পাটোয়ারী, সওদাগর খান, বাচ্চু মেম্বার, সদর থানা যুবলীগের সহ সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *