দৈনিক তালাশ.কমঃবিএনপি জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে আজ সোমবার প্রতিবাদ সমাবেশ ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মোটর শোভাযাত্রা বের করে স্থানীয় আওয়ামীলীগ ও কৃষক লীগ। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাককান্দা এলাকা থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ডক্টর হাবিবুর রহমান মোল্লা মোটর সাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ সময় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শত শত নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।