টাঙ্গাইলের সরকারি শামসুল হক কলেজের শিক্ষক-কর্মচারী কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের উপশহর নামে খ‍্যাত এলেঙ্গায় অবস্থিত সরকারি শামসুল হক কলেজের শিক্ষক-কর্মচারী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন। সোমবার ১৩ই নভেম্বর। বেলা ১১ টায় সরোজমীনে অধ্যক্ষের কক্ষে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানটি দেখা যায়। এই কলেজটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তি হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী ও অত্র কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন- অত্র কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, উপধ‍্যক্ষ মোঃ নয়া মিয়াসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই কলেজটি ২০১৮ সালের সরকারিকরণ হয়। ২০২৩ সালে ৮ নভেম্বর অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর ৯ নভেম্বর অন্যান্য শিক্ষক-কর্মচারী রাজস্ব খাতে অন্তর্ভুক্তি হয়।
ছবিতে দেখা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কলেজ-১ মোঃ তারিকুল ইসলাম ও পরিচালক পরিকল্পনা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এর হাতে সরকারি শামসুল হক কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মোল্লাসহ অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর রাজস্ব খাতে তার যোগদান পত্র তুলে দিচ্ছেন। সর্বমোট ৬৪ জন শিক্ষক-কর্মচারী রাজস্ব খাতে যোগদান করেন। তন্মধ্যে ৪৮ জন শিক্ষক। অত্র কলেজের শিক্ষক ও স্টাফ (মাস্টার রোলসহ) মোট ৮৫ জন কর্মরত। উল্লেখ্য, এই কলেজটি ১৯৭২ সালে ১লা জুলাই স্থাপিত হয়। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের নামে এই কলেজটি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম তালুকদার। কলেজের এ আই আই এন ১১ ৪০ ৫২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *