দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ আহত হয়েছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজে অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজের আহত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে অত্র কলেজে বার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলমান অবস্থায় তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত (বখাটে যুবক) তার কার্যালয়ে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায় ও অফিস ভাংচুর করেন। এতে তিনি মারাত্মক ভাবে আহত হয়েছেন। দুর্বৃত্তদের উপরর্যুপরি আঘাতের কারণে তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার দাবি যে, নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই তার উপর এভাবে হামলা চালানো হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত তাদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।