দৈনিক তালাশ.কমঃমো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি যুবদল নেতা রুহুল আমিন ওরফে মুক্তারকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। তিনি নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব।
শনিবার (১১ নভেম্বর) রাত রাজধানীর খিলক্ষেতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-১।রোববার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অপস অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা।তিনি জানান, মুক্তার নওগাঁয় নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি রাজধানীতে আত্মগোপন করে ছিলেন। পরে অভিযান চালিয়ে খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।