দৌলতপুরের কুখ্যাত সন্ত্রাসী জাফর ইকবাল মিঠুন ধরাছোঁয়ার বাইরে

দৈনিক তালাশ.কমঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন বাগোয়ান এলাকার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও মাদকের গডফাদার জাফর ইকবাল মিঠুন এক আতংকের নাম। কুখ্যাত সন্ত্রাসী জাফর ইকবাল মিঠুন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতাধীন এমপির আর্শিবাদে মিঠুন হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী। র‌্যাবের গাড়ি বোমা হামলা পুলিশের ওপর হামলা শতাধিক ডাকাতি অস্ত্র ও মাদক চোরাচালীন সহ এমন কোন অভিযোগ নেই যা করে না মিঠুন। এরপরও কখনও প্রকাশ্যে কখনও আত্মগোপনে থেকে তার অপরাধের সাম্রাজ্য চালাচ্ছে মিঠুন। জানা যায়, ভারত লাগানো সীমান্তবর্তী গ্রামগুলোর ত্রাস মিঠুনের বাড়ি দৌলতপুর উপজেলার নতুন বাগোয়ান গ্রামে।

দৌলতপুরের প্রাগপুর, বাগোয়ান ও আদাবাড়ি মাঠে ছিনতাই ডাকাতি করে মিঠুন। এলাকার সাধারণ মানুষ জানায়, জাফর ইকবাল মিঠুনের ভয়ে মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। ৩ মাস আগে প্রাগপুর মাঠে একটি মটর সাইকেল ছিনতাই হয়। এলাকাবাসীর অভিযোগ মিঠুন ওই মটর সাইকেল ছিনতাই চক্রের মূলহোতা। ২০০৫ সালে আদাবাড়ি এলাকায় র‌্যাবের গাড়িতে বোমা হামলা চালায় মিঠুন। এরপর র‌্যাবের অভিযানে তৎকালীন বিএনপি দলীয় সাংসদের আর্শিবাদে দেশ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থেকে আবার ফিরে আসে দেশে। এরপর তেকালা বিলগাথুয়া এলাকার বিপথগামী যুবকদের সাথে নিয়ে শুরু করে নতুন করে বাহিনী। সীমান্তেও ওপার থেকে বিদেশ করে পশ্চিমবঙ্গের হৃদয়পুর, করিমপুর এলাকা থেকে ফেন্সিডিল এবং বিদেশী পিস্তল নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায়ম সরবরাহ করে। ঢাকার গাংচিল বাহিনী সহ একাধিক বাহিনীর সাথে সখ্যতা আছে
মিঠুনের। অপরাধের স্বর্গ রাজ্য তৈরী করলেও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় সকল শ্রেণী পেশার মানুষ। গত ৬ মাস আগে ডাংমড়কা বাজারে দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফের ওপর হামলা করে মিঠুন। কয়েকমাস আগে মিঠুনের সেকেন্ড ইন কমান্ড কমল নিজ বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *