দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার:নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁয় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে যুবলীগের এই সংগঠনটি। শনিবার (১১ই নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।উপজেলা যুবলীগের আহবায়ক বাবু আনসারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ৪৮ নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান আহসান হাবিব ভদন৷ দেশের প্রতিটি আন্দোলন, সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।যুবলীগের কোন নেতাকর্মী অবহেলিত নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল৷ আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বৌদি, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলার ভাইস চেয়ারম্যান অনুকূল কুমার সাহা বুদু, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, ডঃ মজিবুর রহমান, এমদাদুল হক, কৃষক লীগের সভাপতি বাপ্পি ও উজ্জ্বল কুমার সরকার ব্যানার্জি, সহসভাপতি সুলতান সালাউদ্দিন সবুজ, ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরি সাধারন সম্পাদক তনু কুমার দেব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীবসহ দশটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷