দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: কর্মীসমর্থকদের জীবনের ঝুঁকি থাকা সত্বেও জোরকরে রেললাইন পাড় করালেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরি সদস্য সাখাওয়া ত হোে সন সরলহমন। বিএনপির তৃতীয় মেয়াদের অবরোধের শেষ দিনে শান্তি সমাবেশ শেষে শহরে মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। মিছিলটি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে আসতে গেলে ঘটেএ ঘটনা।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
এসময় মহানগর আওয়ামী লীগের মিছিলটি ২নং রেলগেটের সামনে আসার পর দেখে ক্রসিংবার ফেলানো। এ দেখেই ক্ষিপ্ত হন মহানগর আওয়ামী লীগের কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন। তিনি লাইনম্যানকে হুমকি ধামকি দিয়ে জোর করে ক্রসিংবারটি তোলে জীবনের ঝুঁকির মধ্যদিয়েই কর্মীসমর্থকদের রেলক্রসিং পাড় করান। এর ঠিক ১০ সেকেন্ডের মধ্যেই ট্রেনটি চলে আসে এবং লাইনম্যানের দক্ষতার জন্য কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই ট্রেনটি তার গন্তব্যে পৌছতে সক্ষম হয়।
এদিকে এ ঘটনায় ব্যাপক সমালোচনা করে বেশ কয়েকজন কর্মীসমর্থকরা (নাম না প্রকাশ করার সর্ত্বে) বলেন, একটুখানি দেরি হলেই আজ একটি বড় ধর নের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আসলে তারা নেতা, আবার সরকারি দলের। তাদের কথা না শুনলে অসুবিধা আছে। তবে তার একটু ভুলের কারণে আজ অনেকগুলো প্রাণ ঝরে যেতে পারতো। সব সময় এ ধরনের নেতাগীরি ভালো না। সব জায়গায় দাম্ভকিতাও ভালো না। এতেঅনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তারা এ বিষয়ে আরও সর্তক হবেন, এটাই আমাদের প্রত্যাশা।