দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়সারুল ইসলামের মানবতার সেবা স্বরূপ চলছে প্রতি বুধবার গণ শুনানী। বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণ শুনানি আরম্ভ হয়। আবেদনকারীগণ নিঃসংকোচে ও নির্ভয়ে জেলা প্রশাসক মোঃ কায়সারুল ইসলামের সাথে আবেদন বা অভিযোগ বহিঃপ্রকাশ করেন। সরাসরি ১৫ জন ও ভার্চুয়াল ৬ জন নিজ নিজ অভিপ্রায় ব্যক্ত করেন। সরাসরি আবেদনকারীর মধ্যে সৈয়দ আফজাল হোসেন জীবন সুদুর এলেঙ্গা পৌরসভা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে তার কথা বলেন। তিনি লিখিত আবেদনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রার্থনা করেন। উল্লেখ্য, সৈয়দ আফজাল হোসেন জীবনের পিতা ১৯৯৫ সালে এলেঙ্গা পৌরসভায় ২৩ শতাংশ জায়গা ক্রয় পূর্বক টিনের ঘর স্থাপন করে ১০জন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস শুরু করেন এবং ২০০০ সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরবর্তীতে তার ওয়ারিশগণ ৭ ভাই ৩ বোন ও মা নিজ নিজ নামে জমির বন্টন ও নাম জারি করেন। দীর্ঘ প্রায় ২৮ বছর পর তার পার্শ্ববর্তী মোঃ আ: সাত্তার সেই ২৩ শতাংশ জায়গা থেকে ৬ শতাংশ জায়গা দাবী করে মামলা করেন। সে মামলা তদন্তভার কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) উপর তদন্তের আদেশ দেন আদালত ।সহকারি কমিশনার (ভূমি) কানুনগো মো: আলিমকে তদন্ত দায়িত্ব দেন। মো: আলীম রহস্যজনকভাবে ২৩ শতাংশের কোন দখল না দেখিয়ে তিন তলা ভবনের কথা উল্লেখ করেন এবং সাত্তারের দখলে আছে বলে জানান। অথচ সৈয়দ আফজাল হোসেন জীবনের মরহুম পিতার ২৩ শতাংশের মধ্যে তিনতলা কোন ভবন দূরে থাক, কোন প্রকার ভবন সেখানে নাই। শুধুমাত্র টিনের ঘরের উপস্থিতি দেখা যায়। কোর্টে এই তদন্ত রিপোর্ট আসার পর মাননীয় বিচারক সেখানে প্রসিট আদেশ দান করেন। পরবর্তী তারিখে সৈয়দ আফজাল হোসেন জীবনের আইনজীবি তা নারাজী দিলে পুনঃ তদন্ত আদেশ দান করেন। সেই পুন:তদন্ত সঠিক ও ন্যায় বিচার চেয়ে জেলা প্রশাসকের সাহায্য প্রার্থনা করেন। আরো উল্লেখ্য, মোঃ আব্দুস সাত্তার অন্যায় ভাবে যে জায়গা দাবী করেছেন তা সৈয়দ আফজাল হোসেন জীবনের বিধবা বয়স্ক মাতা ও অবিবাহিত বোনের অংশ। অন্যান্য সাক্ষাৎ প্রার্থী হলেন সুমাইয়া আক্তার রেশমি, দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ আহাদ মিয়া, মির্জাপুর থেকে আগত আনোয়ারা বেগম, হাফিজুর রহমান প্রমুখ গণ শুনানীতে অংশ গ্রহন করেন। গণ শুনাণী টাঙ্গাইলের মধ্যে এই প্রথম। যা মানুষকে বা মানুষের বিচারকে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসক মোঃ কায়সারুল ইসলামকে সকলেই ভূয়সী প্রশংসা করেন।
আরো উল্লেখ্য, প্রবাসী ও জেলা সদর হতে দূরবর্তী বাসকারী নাগরিকগণ ভার্চুয়াল মাধ্যম ও মোবাইল নম্বর ব্যবহার করে গণ শুনানিতে সংযুক্ত হতে পারবেন ।
জুম প্ল্যাটফর্ম আইডি
872 5011 2523
পাসওয়ার্ড 961577
মোবাইল নং +৮৮০১৭২৯৭১৩৬৭০ বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত সেবা প্রত্যাশীগণ এ সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রতি বুধবার এ গণশুনানী আপনিও অংশগ্রহণ করে নিজের, সামাজিক বা দলগত সমস্যা তুলে ধরার সুযোগ গ্রহন করতে পারেন।