দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগার মাধবপুরে সাংবাদিক, কবি ও গল্পকার মোহাম্মদ আককাস আলীর নামে রাস্তার পাঁকা করন কাজের শুভ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ব্র্যাক অফিসের মোরে এ’রাস্তার পাঁকা করন কাজের উদ্বোধন করা হয়। এ’সময় উপস্থিত থেকে ওই রাস্তার ফলক উন্মোচন করেন সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম ও সাংবাদিক, কবি ও গল্পকার মোহাম্মদ আককাস আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল,সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঘোষ,ডা.মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ।