দৈনিক তালাশ.কমঃনিজস্ব প্রতিনিধি: গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাসভবন সৈয়দপুর কড়ইতলা শিকদার বাড়ীর পাশে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার বাদ মাগরিব সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
জানাজায় প্রয়াত মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বিশিষ্ট শিল্পপতি আলমাছ আলী বলেন, মজিবর রহমান সাহেব শুধু চেয়ারম্যানই ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তিনি আমাদের হাজী সামছুন নাহার স্কুল ও আলমাছ আলী হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি মোক্তার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টাও ছিলেন। ছিলেন হাজী আলী হোসেন বেপারী মাদরাসা প্রতিষ্ঠাতা সভাপতিও। তিনি সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সমাজের যে কোন বিষয়ে আমরা তার কাছ থেকে পরামর্শ নিতাম। আজ আমরা তাকে হারিয়ে একজন অভিভাবক শুন্য হয়ে পরেছি। তার এ শুন্যতা সহজে পুরণ হবার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত করি, আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
জানাজায় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন, মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: খশরু, সাবেক কাউন্সিলর কবির হোসেন, নাজির হোসেন ফকির, থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট প্রমূখ।
প্রসঙ্গত, মজিবর রহমান শিকদার দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য ছিলেন। সর্বশেষ তাকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তিনি দীর্ঘদিন ডাক্তাদের নিবিড় পর্যবেক্ষনে থাকার পর মঙ্গলবার সকাল ৯টা ত্রিশ মিনিতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।