দৈনিক তালাশ.কমঃসোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধের বিরুদ্ধে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় আজমেরী ওসমান সাইনবোর্ড ও ২নং রেল গেট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে বিশুদ্ধ পানীয় ও কোমল পানীয় সরবরাহ করেন এবং তাদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রাটি নগরীর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ধরে প্রদক্ষিণ করে সাইনবোর্ড, শিমরাইল হয়ে পূণরায় আল্লামা ইকবাল রোড এলাকায় এসে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ জানান, বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের কারনে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর সহ নানা ধরনের নাশকতা করছে। নারায়ণগঞ্জে যেন এধরনের কোন নাশকতা করার সুযোগ না পায় সেজন্য আমরা আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা করছি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষা, নির্বিঘ্নে যানবাহন চলাচল সহ মানুষ যেন শান্তিতে তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে সেজন্য আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় কোন বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য আমরা আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং সর্বদা থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।