আজ নওশেদ আলী চেয়ারম্যানের ৩য় মৃত্যুবার্ষিকী

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: আজ নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ (সোমবার) নতুন সৈয়দপুর এলাকায় মরহুমের নিজ বাসভবনে (চেয়ারম্যান বাড়ী) দিনব্যাপী কোরআন তিলোয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে এ দোয়া মাহফিলে সকলের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থণা করেছে মরহুমের পরিবার।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ নভেম্বর নওশেদ আলী চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। ব্রেন স্ট্রোক করার পর তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাত দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *