দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁয় মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুজ্জামান ওরফে বুলুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন, মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকার মৃত ময়েজ উদ্দীন মন্ডল পাটনীর ছেলে আক্তারুজ্জামান ওরফে বুলু (৫১), কালিকাপুর এলাকার মৃত মছের আলির ছেলে জাইদুল ইসলাম (৪০) এবং মৈনম ইউনিয়নের রায়পুর এলাকার মৃত আব্দুল হামিদ আলির ছেলে সাজ্জাদুল ইসলাম (৪১)।এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।