মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

দৈনিক তালাশ.কমঃমো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি: বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খরব পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, তার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এসময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলেছিল। যাত্রী সেজে আসা দুজন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, কোনো মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *