বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রতিবাদে প্রথম দিনেই:আজমেরী ওসমানের চমক

দৈনিক তালাশ.কমঃ বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের বিরুদ্ধে রাজপথে আজমেরী ওসমান
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে নগরীতে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে এ মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রাটি নগরীর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ধরে প্রদক্ষিণ করে পূণরায় আল্লামা ইকবাল রোড এলাকায় এসে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ জানান, বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধে মানুষের জানমালের নিরাপত্তা, রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষা, নির্বিঘ্নে যানবাহন চলাচল সহ সাধারণ মানুষ যেন দৈনন্দিন কর্মকান্ড স্বাভাবিক ভাবে সম্পন্ন করতে পারে সেজন্য আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াত জোট যেন কোন প্রকার নাশকতা করতে না পারে সেজন্য আমরা যুব সমাজের অহংকার আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং সর্বদা থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *