দৈনিক তালাশ.কমঃ কামরুজ্জামান লিটন,জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ.লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ও চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক।
টুর্নামেন্টে ভুয়াপুরের সোনামুই ফুটবল একাদশ ও পোগলদিঘা হাজী সালমা ফুটবল একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার হাজার হাজার উৎসুক মানুষ আসেন। খেলাটি পরিচালনা করেন টাঙ্গাইলের লিটন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, বিততারা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম ময়নাল, খেলার ধারাভার্ষকার হিসেবে ছিলেন মোহাম্মদ রুবেল সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় সোনামুই ফুটবল একাদশ
হাজী ছালমা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টে বিজয়ী সোনামুই ফুটবল একাদশ দলের মাঝে পুরস্কার হিসেবে রানার ১১০ সিসি মোটরসাইকেল ও রাসার্সআপ দলের মাঝে রানার ৮০ সিসি মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেন।