দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন মুলিয়া গ্রামে মো. মোজাফফর আলীর আয়োজনে নিজ বাড়ির উঠানে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩রা নভেম্বর) বাদ আসর মুলিয়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে ও মুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গল জোড়ার বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম রাকিব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতীর বেরিপটল জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সাহেব আলী, মো. শাহজাহান, সাংবাদিক, এলাকাবাসী প্রমূখ। পর্দার আড়ালে ছিলেন অসংখ্য মা-বোন। শেষ পযর্ন্ত দর্শক শ্রোতা অত্যন্ত মনোযোগ কোরআন ও হাদীসের আলোকে বয়ান শ্রবন করেন।
উল্লেখ্য, মদ-জুয়া, যাত্রা, নর্তকী ও গানের কনসাটের বিপরীতে ওয়াজ মাহফিলের আয়োজন সত্যিই খুব প্রশসংসার দাবি রাখে।
মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম। ওয়াজ-মাহফিল নতুন কোন বিষয় নয়। যুগ যুগ ধরে তা নিজস্ব গতি ও নিয়মে চলে আসছে।