সরিষাবাড়ীতে ৩ নভেম্বর উপলক্ষে মুক্তিযোদ্ধা ও জনতার মহা সমাবেশ

দৈনিক তালাশ.কমঃকামরুজ্জামান লিটন,জামালপুর জেলা প্রতিনিধিঃ ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার এলিন ট্রেড সেন্টার মাঠে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী লীগ পরিবার।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান এলিন।

এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মুহুর্তেই সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে। এতে মুক্তিযোদ্ধা, নানা পেশাজীবি মানুষসহ নেতাকর্মীরা অংশ নেন।

মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা বলেন,
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। জাতির পিতার বিশ্বস্ত সহচর বলেই জাতীয় চার নেতাকে হত্যা করে তারা। স্বাধীনতা বিরোধীরা আবারো দেশে আরেকটি কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবেনা।

তারা আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে নৌকা প্রতীক বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন তারা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহান শাহ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আব্দুর আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *