কালিহাতীর বাংড়াতে মৎস চাষী জীবনের পুকুরে সৌখিন মৎস শিকার প্রতিযোগিতা

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ:২য় বার টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাংড়াতে মৎস চাষী সৈয়দ আফজাল হোসেন জীবনের পুকুরে সৌখিন মৎস শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ জন মৎস শিকারীর অংশ গ্রহনে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ ঘন পরিবেশে মৎস শিকারীগণ একের পর এক মাছ শিকার শুরু করেন। কিন্তু বিধাতা বিমূখ, তাই শুরুটা ভাল হলেও দুপুরের পর মাছ তেমন আধার খাইনি বা বড়শিতে একটি টিপও দেয়নি। তবে শিকারীগণ বৃহৎ মনের অধিকারী তাই কারো কপালে ভাঁজ পড়েনি বা বিষন্নতার ছাপ দেখা যায়নি। শিকারী সৈয়দ শহিদুল ইসলাম বলেন, খরচ ও ধৃত মাছের মূল‍্য সমান সমান, লস হয়নি। তবে প্রথম বার প্রচুর মাছ ধরেছিলাম। এবারও এ আশায়ই আরো বাড়তি টাকায় টিকিট ক্রয় করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।

এবারের মৎস শিকারী হল, মো. আজিজুল, মো. নাজিম, মো. সানি, মো. রবিন, মো. আমিনুল, মো. মনা, সৈয়দ জুয়েল পীরসাব, সৈয়দ শহিদুল ইসলাম, সৈয়দ সজল ও সৈয়দ সিহাদ প্রমূখ।
উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর ২০২৩ সর্বপ্রথম মবস্বল এলাকায় কালিহাতীর বাংড়া’তে সফল মৎস চাষী সৈয়দ আফজাল হোসেন জীবন সৌখিন মৎস শিকার প্রতিযোগিতার আয়োজন করেন। তারপর শুরু হল একাধিক পুকুরে যেমন-বাংড়া সৈয়দ সাঈফুল ইসলাম কবিরের পুকুরে, পুগলী গ্রামে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদের পুকুরে, সহদেবপুর গ্রামে বাছেদ মেম্বারের পুকুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মৎস শিকারী, দর্শক ও আয়োজনকারী সকলেই সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *