নওগাঁ বদলগাছির কোলা ইউনিয়নের ২ কেজি গুড় দুই হালি কলা খেয়ে এক যুবকের মৃত্যু

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বাজিধরে ২ কেজি গুড় ও ২ হালি কলা খেয়ে বায়েজিদ হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত বায়েজিদ হোসেন উপজেলার পারআধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জনের সাথে বাজিধরে অতিরিক্ত খাবার খেতেন। বাজিধরে খাবার খাওয়া এটাই যে তার জীবনের শেষ খাবার সেটা জানলে হয়তো বায়েজিদ বাজি ধরে ২ কেজি গুড় ও ২ হালি কলা কখনোই খেতেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ভান্ডারপুর বাজারে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের বিঠু কসাইয়ের সাথে পারআধাইপুর গ্রামেরবায়েজিদ হোসেন ২ কেজি গুড় ২ হালি কলা বাজি ধরে। বাজিধরে ঐ ২ কেজি গুর ও ২ হালি কলা বায়েজিদ খেয়ে ফেলে। পরে রাতে বাড়িতে গিয়ে অসুস্থ্য হয় হলে তাকে আক্কেলপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে সেখানে ভর্তি করানো হয়। এবং বুধবারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এলাকাবাসীরা জানান, বায়েজিদ বিভিন্ন সময়জারতার সাথে বাজি ধরে খাবার খেতেন এবং সে এর অনেক আগে একজনের সাথে বাজিধরে ৫ কেজি জিলাপি খেয়ে এক জোড়া হালের গরুও জিতে নিয়ে ছিলেন।কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজিধরে খাবার খেতেন।এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
নওগাঁ প্রতিনিধিঃ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *