দৈনিক তালাশ.কমঃ নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি ও জামায়েতের ডাকা ৭২ ঘন্টার অবরোধে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দশনায় সমগ্র বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সকল বাস স্টেশন,রেল স্টেশন ও লঞ্চ টার্মিনাল সহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক ও নাশকতা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। মোঃ মাহবুবুর রহমান সরকার,জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ মহোদয়ের নেতৃত্বে যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ও ভিডিপির সদস্যগণ দিনরাত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে।গতকাল বুধবার জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ মহোদয় মাঠে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং ডিউটিরত আনসার ভিডিপি সদস্যদের দিক নির্দশনা প্রদান করেন।
জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ, মহোদয় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন যে, যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এবং জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করতে এবং সকলকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে, নারায়ণগঞ্জ জেলায় যেন কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে।