দৈনিক তালাশ.কমঃ আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলী নূর ও সাধারণ সম্পাদক খোকন ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বুধবার ( ১ নভেম্বর ) দুপুরে শহরের ২ নং রেলগেইট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার।
গত ৭ আগষ্ট গণভবনে অনুষ্ঠিত দলের বিশেষ বর্ধিত সভায় সারাদেশে তৃণমূলের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে এবং নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগকে উজ্জীবিত করার লক্ষে পূর্ণ দায়িত্বে কাজ করার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।