দৈনিক তালাশ ডটকম : হাসিনা বারতা নারী পুরুষ সমতা এ শ্লোগানে আনন্দঘন পরিবেশে বন্দরে মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মে) দুপুর ১২টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার। বন্দর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা ও বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা প্রমুখ।মা দিবসের আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত।মা দিবসে বক্তারা বলেন, জীবন চলার পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর অকৃত্রিম দরদ। তাইতো মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। যদি বাবা বটবৃক্ষের মত তবুও সন্তানের জন্য মা’ই সেরা। গুনীজনরা স্বীকার করেছেন মা হচ্ছে প্রতি ঘরে একটি স্কুল। কবির ভাষায় “শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল”। অতএব যার মা নেই তার আসলে কিছুই নেই। জীবিত থাকতে আসুন মায়ের যত্ন নেই। মাকে ভালো রেখে তার মর্ম দিতে শিখি।