নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভঅবরোধের দ্বিতীয় দিনে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলাম।বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন ও সড়কের মাদানীনগর এলাকায় তারা অবরোধের সমর্থনে মিছিল করে।

এসময় তারা সরকার বিরোধী নানা শ্লোগান এবং বিএনপি চেয়ারপারর্সন খালেদাসহ জামায়াতের কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *