দৈনিক তালাশ ডটকম : বন্দরে ৬০ পুড়িয়া হেরোইন ও ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার কৃতদের রোববার (১৪ মে) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।এর আগে রোববার (১৪ মে) রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ও ফরাজিকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ঘারমোড়াস্থ জনৈক আবু সাঈদ মিয়ার বাড়ি ভাড়াটিয়া দরবেশ খাজা মিয়ার ছেলে কাউছার (৪৫) একই এলাকার মৃত সাহাদুল্লাহ মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে ভুট্টো (৪৬) ও ফরাজিকান্দা লাহরবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে হান্ডেড মামুন (৫৩)।বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৫)২৩।থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ঘারমোড়া ও ফরাজি কান্দা এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।