বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভিপি বাদলের শান্তি মিছিল

দৈনিক তালাশ.কমঃ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে নারায়াণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহিদ বাদল এর নেতৃত্বে আলেচন ও শান্তি মিছিল এবং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১ নভেম্বর) দুপুরে শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা ও পরে শহরে শান্তি মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন,বিএনপির তিন দিনের অবরোধ ঠেকাতে সকাল থেকে প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। মহাসড়কে যানবাহন যাতে নিরাপদ চলতে পারে তার জন্য নেতাকর্মীরা প্রস্তুত আছে। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

আলোচনা ও শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *