সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দৈনিক তালাশ.কমঃ কামরুজ্জামান লিটন,জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি প্রণোদনার আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের ‘বীজ ও রাসায়নিক সার’ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, খাইরুল আলমগীর, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; সরিষাবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৯,৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপকরণ হিসেবে- সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, মসুরি, মুকডাল, শীতকালীন পেঁয়াজ এবং ডিএপি সার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *