দৈনিক তালাশ.কমঃনিজস্ব সংবাদদাতা:সাংবাদিকদের অধিকার রক্ষার নিবেদিত প্রাণ নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন করা হয়েছে। রোববার ২৯ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাজপথ টিভির অফিসে এ কমিটি ঘোষণা হয়।
এই কমিটিতে সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও সকালের সময়ের বিশেষ প্রতিবেদক গাজী মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, পরিবেশ কন্ঠের প্রতিবেদক মোহাম্মদ হোসেনক সহ-সভাপতি, প্রেস নিউজ ২৪ এর সম্পাদক এম এম সাগরকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহ- যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সিপু, সহ সাংগঠনিক সম্পাদক তাঁরা মিয়া, প্রচার সম্পাদক জহির আলম সিকদার, অর্থ সম্পাদক মোল্লা সাগর, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাসেল, আইটি বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান সাগর, কার্যকরি সদস্য সোহেল রানা, কার্যকরি পারভেজ আহমেদ । এছাড়াও সাধারণ সদস্য হিসেবে যারা এই কমিটিতে রয়েছেন তানজিমুল হাসান মায়াজ, জুয়েল আলী, রিপন মাহমুদ, মিজানুর রহমান সুমন, মোঃ সুমন, আব্দুর রাজ্জাক আসিক, ইউসুফ আলী প্রধান, মিজানুর রহমান, মোক্তার হোসেন, মিমরাজ হোসেন, এম এ মহিন, আনোয়ারুল হক, সারওয়ার হোসেন জীবন, আবুল কালাম আজাদ, আবু নোহান শেমল, এইচ এম রহমত উল্লাহ, শাহজাহান কবির, নিজাম উদ্দিন আহমেদ সহ
৩৩ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
পরবর্তীতে সকলের সম্মতি ক্রমে উপদেষ্টা পরিষদের বোর্ড গঠন করা হবে।