দৈনিক তালাশ.কমঃ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে না.গঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিন নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফা দাফা ধাওয়া পাল্টা হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশ লক্ষ করে ইটপাটকেল ছুড়েও সড়কে আগুন ঝালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
রোববার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিএনপির শরিকদল গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জের নেতাকর্মীরা নগরীর চাষাঢ়া মিছিল বের করলে পুলিশ বাধা দেয়, এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ জেএসডির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাষ্টারকে আটক করে। এর আগে শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়ার সড়ক অবরোধ করে কয়েকটি মোটরসাইলে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া কাচপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
পুলিশ জানায়, প্রায় আধঘন্টা ধরে চলা সংর্ঘষে পুলিশের উপর হামলা চালালে পুলিশ রাবার বুলেট ছুটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। হামলা কারীদের আটকের চেষ্টা চলছে। জনগণের জানমাল রক্ষ্যয় পুলিষশ কাজ করছে বলে জানান সদর থানার ওসি বলেন এদিকে হরতালের কারণে সকাল থেকে যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা মিছিল আর গুলির শব্দে আতংকিত হয়ে পরেছে উল্লেখ্য ২৮ অক্টোবর সমাবশের মাধ্যমে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি
সত্যের সন্ধানে স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ ডট কম। দৈনিক তালাশ বিডি উক্ত পোর্টালের একটি ইউটিউব চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতায় এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদেরকে জানান। সত্যের সন্ধানে স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তালাশ ডট কম। দৈনিক তালাশ বিডি উক্ত পোর্টালের একটি ইউটিউব চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতায় এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদেরকে জানান।