ঢাকায় সমাবেশে বিএনপি-পুলিশ সংঘর্ষ

দৈনিক তালাশ.কমঃ মো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধি
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে লন্ডভন্ড হয়ে গেছে বিএনপির মহাসমাবেশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ছত্রভঙ্গ পড়েন বিএনপির নেতাকর্মীরা। এরপর বিকেল ৩টার দিকে বিজয়নগরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও বিজয়নগরে। পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে ধরপাকড়-আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কের শোভাবর্ধক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে ফেলা হয়েছে সড়ক বিভাজকের রেলিং। সু্যোগ বুঝে টোকাই ও ভাসমান লোকরা সেগুলো কুড়িয়ে নিয়ে যান। অন্যদিকে বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে, নয়াপল্টন এলাকায় এখনো থেমে থেমে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। কোনো কোনো গলিতে বিএনপিকর্মীদের দেখা গেছে। সন্দেহ হলে আটক করছে পুলিশ। নয়াপল্টন এলাকায় জনসাধারণের প্রবেশ নেই। সড়কে পড়ে আছে জুতা, ব্যানার ও ফেস্টুন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজন করে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *