দৈনিক তালাশ.কমঃ মো:জাহিদ হাসান বিশেষ প্রতিনিধ
রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির কর্মীরা বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
এরই মধ্যে পল্টনের সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের সমাবেশেও। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলের মঞ্চে থাকা নেতারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছে সমাবেশস্থল।
অন্যদিকে, সমাবেশস্থলে নেতাকর্মীরা লাঠি উঁচিয়ে ক্ষোভ দেখাচ্ছেন। মুহুর্মুহু স্লোগানে উত্তাল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনের গোটা সমাবেশস্থল।
নেতাকর্মীরা বলছেন, ‘বিএনপি-জামায়াতের নাশকতার জবাবে দিতে প্রস্তুত তারা, নেতাদের নির্দেশনা পেলে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতকে প্রতিহত করবে তারা।
জানা গেছে, বিএনপির মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এ সময় বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন।