নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত 

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ সহ সারাদেশ এক যোগে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার গুজাগড়ী লক্ষ্মী দেবী ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। তাই সনাতন ধর্ম অনুসারীরা শারদীয়া দুর্গোৎসবের পর পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেছেন। এ উপলক্ষ্যে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়র নৃগোষ্ঠীর আদিবাসী পাড়া বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আজ শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর পরই শুরু হয় উপজেলার গ্রাম গঞ্জের প্রতিটি হিন্দু বাড়িতে পূজার আনুষ্ঠানিকতা। ধন-সম্পদে ঘর আলোকিত থাকবে এমন মানষকামনায় কেউ কলা বউ বা মাটির প্রতিমা সামনে ধান, পান, কড়ি, হলুদ, ফুল, তুলসি, দূর্ব, তিল, হরিতকি, ফল ও বিভিন্ন পদের মিষ্টি দিয়ে করেন মায়ের আরাধনা করেন কেউবা আবার লক্ষ্মী দেবীর পাচালী পড়া শেষে প্রসাদ হিসেবে অতিথিদের নারকেলের নাড়–, চিড়ার মোয়া ও খৈর মোয়াসহ মিষ্টি জাতীয় খাদ্য প্রদান করে। রাতে প্রতিটি ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এ লক্ষ্মী পূজা। এর আগে ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ ছাড়াও আঙিনা আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন নারীরা।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, মা লক্ষ্মী হলো ধন-সম্পদের দেবী। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন মা লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভান্ডার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে। তাই ঘরে ঘরে নারী পুরুষ আওয়াজ তুলেছেন এসো মা লক্ষ্মী- বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *