দৈনিক তালাশ.লমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ নির্দেশনায় অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে জনৈক মোঃ রাকিবুল ইসলাম@ জাহিদ এর নিকট হতে ৬১ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং জনৈক মোঃ কামরুল ইসলাম (৪৩) এর নিকট হতে ১৬ কেজি গাঁজা, ১৫২ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তের গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ।