দাউদকান্দি ও তিতাস শারদীইয়া দুর্গাপূজা উদযাপিত

দৈনিক তালাশ.কমঃসালমা আক্তার কুমিল্লা দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লা-১ আসনের সাংসদ সদস্য দাউদকান্দি ও তিতাস এর জনপ্রতিনিধি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, পৃথিবীর কোনো ধর্মই হানাহানি ও উচ্ছৃঙ্খলতা স্বীকৃতি দেয় না। মানুষ আজ বিপদগ্রস্ত হওয়ার মূল কারণ দিনদিন ধর্ম চর্চা থেকে দূরে সরে গেছে।

দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া শ্রী শ্রী গোপীনাথ জিওর আখড়ার শারদীয় দুর্গোৎসবের (দশমী) পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সুবিদ আলী ভূঁইয়া আরও বলেন, মা দুর্গা কখনো কারো অমঙ্গল চান না, তিনি সর্বদা কল্যাণকামী। তিনি (দুর্গা) সকল অশুভশক্তি পরাজিত করে তার ভক্ত ও অনুসারীদের ভালো রাখতে।
এমপি সুবিদ আলী বলেন, আমাদের দেশের সকল ধর্মের প্রতি সকলেই শ্রদ্ধাশীল। সংখ্যা লঘুদের ধর্মীয় উৎসবপালনে আমরা গরিষ্ঠ হিসেবে আমাদের (মুসলিম) ধর্মাবলম্বীদের দায়িত্ববান হতে হবে। আমাদের সকলেরই কল্যাণের পথে থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন
মাননীয় এমপি মহোদয়ের সহ ধরণী মাহমুদা ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব।
সভায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক,৫ন; ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ সাহা, পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি ।দাউদকান্দি উপজেলা যুবলীগ নেতা ডালিম খন্দকারসহ ।পূজা উদযাপন কমিটির ও স্থানীয় আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *