দৈনিক তালাশ ডটকম :বন্দরে র্যাব-১১ অভিযান ২ যুবক কে আটক করেছে তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী রবিবার (১৪ মে) বন্দর উপজেলার কেওড়াডালা এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয় বলে জানায় র্যাব আটক কৃতরা হলো, ঠাকুরগাঁও রানীশংকৈলের কাতিহাট বালিয়া এলাকার মো. আবেদ আলীর ছেলে মো. আকতার হোসেন (৩২) ও গাজীপুর বাসন পশ্চিম লক্ষীপুরা এলাকার মো. গোলাম আজমের ছেলে মো. আবু সাইদ (হীরা) (৩২)।র্যাব-১১ উপ-পরিচালক গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।