নওগাঁ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় শারদীয় দূর্গপূজা উপলক্ষে নওগাঁয় সনাতন ধর্মাম্বলীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে নওগাঁ সদর থানা পুলিশ। নওগাঁ সদর থানা চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ও সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, বিশিষ্ঠ ব্যবসায়ী দীপক কুমার দেব মানবাধিকার কর্মী চন্দন কুমার দেব। এছাড়াও, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক হতদরিদ্র সনাতন ধর্মাম্বলীদের শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে খুশি হতদরিদ্র সনাতন ধর্মাম্বলী মানুষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *