দৈনিক তালাশ.কমঃনওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে শেখ রাসেল দিবস প্রশাসন বর্ণাঢ্য র্যালি পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন দোয়া মাহফিল আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ আলহাজ্ব,ছলিম উদ্দিন তরফদার সেলিম,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান, অনুকুল কুমার সাহা (বুদু) ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অপরদিকে
এই বর্ণাঢ্য র্যালীতে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। র্যালী শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে ফলোক উন্মোচন করা হয়।ইউএনও কামরুল হাসান সোহাগ এ অতিরিক্ত পুলিশ সুপার,এসপি জয়ব্রত পাল,ওসি মোজাফফর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকিলসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি।