দৈনিক তালাশ.কমঃদৌলতপুর প্রতিনিধিঃহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা অডিটরিয়ামে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী , বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক এ্যাডঃ মির্জা আলম রিগ্যান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোফাজ্জেল হক, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুতাচ্ছিম বিল্লাহ্ সহ সংগঠনের নেতাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, যেকোনো জন্মদিন আমরা সাধারণত আনন্দ, উচ্ছ্বাস ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করি; কিন্তু শেখ রাসেলের জন্মদিনে আমরা উল্লাস করতে পারি না, বেদনায় নীল হয়ে যাই, নিদারুণ বিষাদের ছায়া আমাদের ওপর ভর করে। নিষ্পাপ, কোমলমতি শিশুটিকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। চিন্তা করলেই আঁতকে উঠি। হৃদয় ক্ষত-বিক্ষত হয়ে যায়। যে পৃথিবীতে শেখ রাসেলকে হত্যা করা হয়, শেখ রাসেল হত্যার মধ্য দিয়ে সে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় দেখতে চাই ও দেশরত্ন শেখ হাসিনা কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে যাকাই নৌকার প্রতীক দিবেন আমরা তার পক্ষে ঐক্যবোধ্য ভাবে কাজ করবো এবং নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাল্লাহ্।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শার সহ-সভাপতি মোঃ মহিফুল ইসলাম হিটলার।