দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালিকা বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বুধবার (১৮ অক্টোবর) সকাল দশটায় চারটে গ্রুপে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে প্রথম হতে তৃতীয় শ্রেণী, খ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণী, গ গ্রুপে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী এবং ঘ গ্রুপে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীগণ অংশগ্রহণ করেন। ক গ্রুপে প্রথম হয়েছে প্রভাতী শাখার দ্বিতীয় শ্রেণীর তামজিদা আক্তার তোয়া, দ্বিতীয় হয়েছে প্রভাতী শাখা দ্বিতীয় শ্রেণীর তাওহিদা আক্তার তাবাসসুম, তৃতীয় হয়েছে প্রথম শ্রেণীর প্রভাতী শাখার
নিশাত তাসনিম। খ গ্রুপে প্রথম হয়েছে দিবা শাখার চতুর্থ শ্রেণীর রিমিশা আক্তার দিশা, দ্বিতীয় হয়েছে দিবা শাখার চতুর্থ শ্রেণীর ফাতিহা জান্নাত প্রকৃতি, গ গ্রুপে প্রথম হয়েছে দিবা শাখার সপ্তম শ্রেণীর তাসনিয়া রহমান হিয়া, দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেণীর প্রভাতী শাখার জান্নাতুল মাওয়া, তৃতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণীর প্রভাতী শাখার কৃপা সরকার। ঘ গ্রুপে প্রথম হয়েছে নবম শ্রেণীর প্রভাতী শাখার তাসনিম তাবাসসুম, দ্বিতীয় হয়েছে নবম শ্রেণীর প্রভাতী শাখার বৃন্তি সিদ্দিকা, তৃতীয় হয়েছে নবম শ্রেণীর প্রভাতী শাখার ফাবিহা জাবিন খান। ফলাফল প্রস্তুত করেন সাদিকুল নাহার, জাহানারা তরফদার, মোহাম্মদ খাদিমুল ইসলাম ও মুন্নি আক্তার। পুরস্কার বিতরণ করেন বিন্দুবাসিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা। যারা পুরস্কার পাননি তাদেরকে আরো চেষ্টা করে আগামীতে ভাল করার পরামর্শ দেন।