দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: শনিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে চারিদিক থেকে জনসাধারণ বাগুটিয়া বাজারে জমায়েত হতে হতে বিকেল ৪ টায় জনসমূদ্রে পরিনত হয়। উক্ত পথসভায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, লায়লা সিদ্দিকী, বাংড়া ইউপি সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব আলীসহ প্রায় পাঁচ হাজার লোকের উপস্থিতিতে পথসভা জনসমূদ্রে পরিনত হয়। বক্তব্যে সাবেক মন্ত্রী আ: সিদ্দিকী বলেন, আমি মনে করি আগামী ২০৪০ সালের পর বাংলাদেশের কোন গ্রাম থাকবে না। সবই শহর হয়ে যাব। শেখ হাসিনা সরকার, বারবার দরকার। যেহেতু পথসভা তাই তিনি একাই দীর্ঘ বক্তব্য রাখেন। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তার বক্তব্যে দর্শক শ্রোতাগণ মনোযোগ সহকারে শোনেন ও কিছুক্ষণ পর পর মূহ মূহ করতালীতে পুরো এলাকা অন্য রকম আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। অসংখ্য নারীর উপস্থিতি লক্ষ্য করা হয়।