দৈনিক তালাশ.কমঃ প্রেমিকার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হত্যার হুমকি দিয়ে অবশেষে পিস্তল সহ গ্রেফতার হলেন এক প্রেমিক। এই প্রেমিক পুরুষের নাম মো: আবিরুল ইসলাম কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার মৃত আবুল কালামের পুত্র।
জানা গেছে, মো: আবিরুল ইসলাম এর সাথে পরিচয় গোপন রাখা একটি মেয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে কথাবার্তার মাধ্যমে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোহাম্মদ আবিরুল ইসলাম মেয়েটিকে অসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্ত করতে শুরু করলে মেয়েটি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে ছেলেটি সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় পিস্তল ঠেকিয়ে মেয়েটিকে আত্মহত্যা করার হুমকি দেয়। বিষয়টি গোপন সূত্রে সদর থানা পুলিশের নজরে আসলে তদন্তে নামে পুলিশের চৌকশ টিম। পরবর্তীতে জিলংযা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার একটি দোকান থেকে পিস্তল সহ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার সদর থানার অতিরিক্ত পুলিশ সুপারের মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আবিরুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।