দৈনিক তালাশ.কমঃগ্রেফতার অভিযানঃবৃহস্পতিবার (১১ অক্টোবর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৪:১০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন নগর বর্নি গ্রামস্থ জনৈক মুক্তারের বাড়ির সামনে চুলকানির মোড় টু শুখপুকুরিয়া গামী সলিং রাস্তার উপর হইতে পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ১০০ (একশত) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুমান ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।