দৈনিক তালাশ.কমঃ নওগাঁ জেলা প্রতিনিধিঃকৃষিতে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁ তবে এখনও নওগাঁ জেলায় ভারী কোন শিল্প কারখানা গড়ে ওঠেনি। কৃষি-ভিত্তিক এখনও বহুত সমস্যা রয়েই গেছে। এসব সমস্যা পরিস্কার রাখতে হবে। নওগাঁ জেলাকে এগিয়ে নিতে এবং শিল্প কারখানা গড়ে তুলতে এফবিসিসিআই কাজ করবে। এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। এতে নওগাঁ জেলা সহ আশপাশের জেলার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়িদের সংগঠন দি ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মাহবুবুল আলম। বুধবার দুপুরে নওগাঁ জেলা শহরের নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির ভবন এর চতুর্থ তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিল এর স্মৃতি রক্ষায় আব্দুল জলিল কর্ণার উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন। এ সময় মরহুম আব্দুল জলিল এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নওগাঁ কনভেনশন সেন্টারে নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির মিলন মেলায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন মোঃ মাহবুবুল আলম। নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই সহ-সভাপতি আনোয়ার সাদাত সরকার, নওগাঁ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম সহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নওগাঁর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কনভেনশন সেন্টারে ব্যবসায়িদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। ব্যবসায়িরা বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।